ডেঙ্গু গল্প
পুরো হাসপাতাল জুড়ে ডেঙ্গু রোগী ভরপুর। সবগুলো হাসপাতালের একই অবস্থা। ডেঙ্গু জ্বর প্রকট আকার ধারণ করেছে। আজ পাঁচ দিন ধরে হসপিটালে স্বামী পলাশকে সেবা দিয়ে যাচ্ছে শোভা ডাক্তার যখন বলল পলাশের অবস্থা চরম গুরুতর। শেষ পর্যন্ত বেঁচে ফিরে কিনা বলা যাচ্ছে না। ডাক্তারের তথ্যটি শোনার পর শোভার পুরো পৃথিবী কেঁপে উঠল। পলাশের যদি কিছু হয়ে যায় তবে সে কোথায় যাবে।...