অধ্যক্ষ রুহুল আমিনের দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচন
কেশবপুরের পাঁজিয়া ডিগ্রি কলেজের মিলনায়তনে বিশিষ্টলেখক অধ্যক্ষ রুহুল আমিনের দ্’ুটি গ্রন্থেরমোড়ক উন্মোচিত হয়েছে। অধ্যাপক হাসেম আলীফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বইএর মোড়ক উন্মোচন করেন -জনাবমোকবুল হোসেন (মুকুল)। অনুষ্ঠানে বিশেষ অতিথিরবক্তব্যে রাখেন অধ্যাপক ড. সন্দীপক মল্লিক ওআবুল কালাম আজাদ। আরও বক্তব্য রাখেনঅধ্যাপক অনুকূল চন্দ্র ম-ল, অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য, অধ্যাপক আব্দুস সাত্তারপাড়, প্রভাষক ভারতি সরকার, শিক্ষক আমিনুলইসলাম বুলবুল, সাহিত্যিক রিয়াজ লিটন, কবিমকবুল...