ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি নিহত
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার’ গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে একজন। গত রোববার সীমান্তবর্তী নাজিরেরগাঁও কাওয়ারটুক ১২৫৩ পিলারের ওপারে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- কালাইরাগ করবলাটুক গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হুসেন, একই গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে কাউছার আহমদ। আহত ব্যক্তির নাম নবী হুসেন। তিনি একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আলী,...