শায়খ আহমদ হিজাজী (র.) : জীবন ও কর্ম
শায়খ আহমদ হিজাজীর দরবারে আল্লামা ফুলতলী : শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ সাহেব কিবলাহ ফুলতলী (র.) স্বীয় পীর ও মুর্শিদ শাহ ইয়াকুব বদরপুরী (র.)-এর নিকট থেকে সর্বপ্রথম ইলমে কিরাতের সনদ লাভ করেন। এরপর তাঁর পীর ও মুর্শিদের নির্দেশে হযরত শাহ আব্দুর রউফ করমপুরী (র.)-এর নিকট থেকে কিরাতের সনদ লাভ করেন। এরপর আল্লামা ফুলতলী ১৯৪৪ খ্রিস্টাব্দে (১৩৬৩ হি.) হজ করতে মক্কা...