বিশ্ব নবী (দ:) এর প্রেম : মাতৃভুমির ভালোবাসা
মানুষের সহজাত প্রবৃত্তি মাতৃভুমি। কর্মময় জীবন, দেশে ও বিদেশে অবস্থান করি।জন্মভুমি ও দেশের মায়ায় হৃদয় ভরপুর।অনুভব করি,আবেগ,অনুভুতি দিয়ে।কোন প্রকার অবহেলা হৃদয় মাঝে বাসা বাধতে পারে না। যেন বিনা সুতার বাধন।
এখন প্রশ্ন,স্বদেশ প্রেম কাকে বলে? জন্মভুমির প্রতি গভীর ভালোবাসা,আবেক,অনুভুতি ও মমতাবোধকে স্বদেশ প্রেম বলে। ইসলাম ধর্মে স্বাধীন-সাবভৌম রক্ষার নিমিত্তে স্বদেশ প্রেম আবশ্যক। এরশাদ হচ্ছে-‘যেখানে তাদের পাবে হত্যা করবে এবং যে স্থান...