প্রশ্ন: অলি হওয়ার পঞ্চ বুনিয়াদ কি?
‘অলি’ শরিয়তের গুরুত্বপূর্ণ একটি পরিভাষা।অলি হওয়া একজন মুসলমানের সফলতার চূড়ান্ত ধাপ।যে অলি হওয়ার সৌভাগ্য লাভ করবে তিনিই হবেন আল্লাহর প্রিয়পাত্র।কেননা আল্লাহর অলিগণ উভয় জগতেই সফল,নেই কোন তাদের চিন্তা বা ভয়-ভীতি।মহান আল্লাহ অলিদের সম্পর্কে বলেন:›জেনে রাখো!আল্লাহর অলিদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।›(সুরা ইউনুস আয়াত :৬২)আল্লাহর অলি বা প্রিয় পাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করতে প্রয়োজন বিশেষ মেহনত বা মুজাহাদা।
আল্লাহ...