প্রশ্ন: রোজা ও মাসআলা সম্পর্কে জানতে চাই?
উত্তর: যেসব কারণে রোযা নষ্ট হয়ে যায়: (১) কানে ও নাকে ঔষধ ঢেলে দেয়া। (২) ইচ্ছাকৃত মুখ ভরে বমি করা। (৩) কুল্লি করার সময় গলার ভেতরে পানি চলে যাওয়া। (৪) কোনো নারীর সঙ্গে মাখামাখিতে বীর্যপাত হয়ে যাওয়া। (৫) এমন কোন বস্তু গিলে ফেলা যা সাধারণত খাওয়া হয় না। যেমন কাঠ, লোহা, কাচা গম ইত্যাদি। (৬) লোবান বা উদ কাষ্ঠ ইত্যাদির...