আধ্যাত্ম জগতের সূর্যপ্রভা শাহ্সূফি আহসানুল্লাহ রহ.
আধ্যাত্ম জগতের নব আকাশের দীপ্তমান সূর্য সূফি মাওলানা হজরত কেবলা শাহ্ আহসানুল্লাহ রহ. আঠার শতকের একজন সুপ্রসিদ্ধ ধর্মপ্রচারক ও সমাজসংস্কারক। ইসলামের অপব্যাখাকারী অপশক্তির বিরুদ্ধে তিনি ছিলেন এক প্রতিবাদী কন্ঠস্বর। এ মহান গুণীজনের মাজার শরীফ বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী শাহ্ সাহেব বাড়ী নারিন্দা মশুরীখোলা দরবারে অবস্থিত। তাঁর প্রসিদ্ধ নাম হচ্ছে হজরত কেবলা ও দরবেশ মিয়া।
বাংলার জনপদের এ মহান সাধক পুরুষ ২৫...