প্রাণিজগতের উৎপত্তি ও ক্রমবিকাশ
‘প্রাণিজগতের উৎপত্তি কীভাবে হয়েছে’ আল কোরআনে তার স্পষ্ট বর্ণনা রয়েছে। মুমিনের জন্য কোরআনের বর্ণনার বাইরে গিয়ে মানুষের ধারণাপ্রসূত মতবাদের দিকে দৌড়ানোর সুযোগ নেই। এতে করে একদিকে সময় নষ্ট অন্যদিকে ঈমান ধ্বংসের সম্ভবনাও রয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘প্রাণবান প্রতিটি বস্তু আমি পানি থেকে সৃষ্টি করেছি। (সুরা আম্বিয়া : ৩০) অন্যত্র বলেন, ‘আর তিনিই মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন।’ (সুরা ফুরকান :...