ইসলামে কনে দেখার গুরুত্ব ও নিয়ম
বিয়ে-শাদীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো পাত্র-পাত্রী নির্বাচন। দাম্পত্য জীবনের পরিধি যেমন অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত এর সমস্যাও তেমন খুব বি¯তৃত, জটিল ও স্পর্শকাতর। এজন্য বিয়ের পূর্বেই পাত্র-পাত্রী দেখে সকল দিক গভীর ভাবে তলিয়ে দেখা জরুরী। যেন পরবর্তীতে এ সংক্রান্ত কোনো সমস্য দাম্পত্য জীবনকে দুর্বিষহ করে না তুলে। এজন্য ইসলাম এর প্রতি যথেষ্ট গুরুত্ব দিয়েছে। সাহাবী আবু হুরায়রা রা. এর...