হযরত মালেক শাহ (রহ.)-এর আধ্যাত্মিক দিগন্ত
বাংলাদেশের উপকূলীয় দ্বীপ কুতুবদিয়া শুধু প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ নয়, এটি আধ্যাত্মিক ইতিহাসেও এক গুরুত্বপূর্ণ স্থান। এখানেই চিরনিদ্রায় শায়িত আধ্যাত্মিক আউলিয়া, সুফি দরবেশ, গাউসে জামান, মুজাদ্দিদে ওয়াক্ত, হযরত গাউসে মুখতার আল্লামা আবদুল মালেক শাহ্ আল কুতুবী মুহিউদ্দিন আজমী (রহ.)। তাঁর জীবন ও কর্ম ইসলামের প্রকৃত আদর্শ, সুফিবাদের মহৎ শিক্ষা এবং মানবতার কল্যাণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর দরবার শরীফ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য...