ভারত উপমহাদেশে মুসলিম সভ্যতার জাগরণে আবুল হাসান আলী নদভির শিক্ষাচিন্তা
(পূর্বে প্রকাশিতের পর)৬. জাতি গঠনে প্রয়োজন নিজস্ব শিক্ষাদর্শন: এ প্রসঙ্গে নদবি বলেন, প্রত্যেকটি জাতি তাদের নিজস্ব দর্শনের উপর ভিত্তি করেই তাদের শিক্ষাব্যবস্থা তৈরি করে থাকে। এর একটি উদাহরণ হিসাবে শায়েখ নাদাভি রা. রাশিয়ার শিক্ষাব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, একজন প্রভাবশালী রাশিয়ান চিন্তাবিদ (গ. ঈ. এড়াবৎহ)-এর মতে, ‘রাশিয়ার জ্ঞান-বিজ্ঞান বৈশ্বিক জ্ঞান-বিজ্ঞানের একটি সাধারণ অংশ নয়, বরং এই জ্ঞান-বিজ্ঞান হচ্ছে একটি স্বতন্ত্র...