জহির উদ্দীন বাবর : দিগ্বিজয়ের বাঘ-১০
বাবর তুর্কি ও ফার্সি ভাষায় অসংখ্য কবিতা রচনা করেন। তাঁর রচিত তুর্কি কবিতার সংকলন ‘দিওয়ান’ নামে পরিচিত। ফার্সি ভাষায় বাবর এক প্রকার নতুন ছন্দ আবিষ্কার করেন, যা সাধারণত ‘মুবইয়ান’ নামে সুপরিচিত। জহির উদ্দিন মুহম্মদ বাবরের সাহিত্যানুরাগের শ্রেষ্ঠ নির্দশন তুর্কি ভাষায় রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ ‘তুযুক-ই-বাবরী’। তাঁর পৌত্র সম্রাট আকবরের নির্দেশে বইটির ফার্সি অনুবাদ করেন খান-ই-খানান আবদুর রহিম। মিসেস বেভারিজ একে ইংরেজিতে...