সম্রাট হুমায়ুন : উদারনীতির উদ্যান-৫
আগ্রায় ফেরার পথে হুমায়ুনের সামনে বাধা হয়ে দাঁড়ালেন শের খান। আফগান সৈন্যদের নিয়ে বিহারের বক্সার থেকে ১০ মাইল দক্ষিণ-পশ্চিমে চৌসা নামক স্থানে উভয় বাহিনী মুখোমুখি দাঁড়ালো। চৌসা অঞ্চল গঙ্গা আর কর্মনাশা নদীর মিলনস্থলের দক্ষিণে। উভয় নদীর মোহনার পাশে সংকীর্ণ স্থলভ‚মিতে বেকায়দায় অবস্থান করছিলো আফগানরা। তাদের দুই দিকে ছিলো নদী। আর হুমায়ুন ছিলেন কর্মনাশার অপর পাড়ে। বড় ও প্রসারিত জায়গায়। চাইলেই...