সম্রাট জাহাঙ্গীর : রূপান্তরের বাদশাহী-৮
চিত্রিত পাণ্ডুলিপির প্রতি তার অনুরাগের সাক্ষ্য আরো আছে। সেগুলোর শিল্পগুণ পর্যবেক্ষণের ক্ষমতাও ছিলো তার। অসাধারণ ব্যুৎপত্তিজ্ঞান, চারু ও কারুশিল্পের প্রতি অনুরাগ জাহাঙ্গীরের মধ্যে কৈশোরেই স্পষ্ট হয়। উদ্যান, ফুল, প্রকৃতি, ভ্রমণ, মৃগয়া পছন্দ করতেন তিনি। কাব্য, সঙ্গীত ও জ্ঞান-বিজ্ঞান চর্চায় ব্যাপক উৎসাহ ছিলো তার।জীবজন্তুর প্রতি সহানুভূতি এবং প্রকৃতির প্রতি মুগ্ধতা তার মনকে বিশেষ চরিত্র দিয়েছিলো। মোঙ্গল-চাগতাই এবং ভারতীয় রক্তের সমবায়ী উত্তরাধিকার...