মুহম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গজয়-২
নদীয়া জয় করে অল্প সময়ই সেখানে অবস্থান করেন তিনি। দ্রæতই অগ্রসর হন গৌড়ের দিকে। গৌড় অধিকার করেন বিনা বাধায়। ল²ণাবতী ছিলো গৌড়ের প্রাণকেন্দ্র। একে রাজধানী হিসেবে স্থির করেন, শহরটি পরিচিত হতে থাকে লাখনৌতি নামে। বাংলায় বিন বখতিয়ার শাসিত রাষ্ট্রসীমানার দক্ষিণে প্রবাহিত হচ্ছিলো পদ্মা, পূর্বে তিস্তা-করতোয়া আর পশ্চিমে তা বিস্তৃত ছিলো বিহার অবধি। এ সীমানা উত্তরে পুর্নিয়া শহর থেকে দেবকোট বা...