লোদি বংশ : বেলাশেষের আলো-৫
সিকান্দার লোদির মৃত্যুতে তৈরি হলো সিংহাসন নিয়ে জটিলতা। ক্ষমতায় বসলেন তার বড় ছেলে ইবরাহীম লোদি। কিন্তু অভিজাতদের অনেকেই জৈনপুরের স্বাধীন সুলতান হিসেবে বায়আত করলেন জালাল খার কাছে, যিনি ছিলেন ইবরাহীম লোদির ছোট ভাই। তারা চাইলেন সাম্রাজ্যকে দুই ভাগে বিভাজিত করতে। এর পরিণতি ছিলো সাম্রাজ্যের অবসান। ইবরাহীম এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবলভাবে রুখে দাঁড়ালেন। জালাল খাকে দিল্লীতে ডাকলেন। কিন্তু জালাল খা সাড়া...