জহির উদ্দীন বাবর দিগ্বিজয়ের বাঘ-২
পিতার মৃত্যুর সময় বাবর অবস্থান করছিলেন রাজধানী থেকে ৩০ মাইল দূরে, আন্দিজানের চারবাগীতে। তখন তার বয়স মাত্র এগার বছর। পরিবার ও ফারগানা রাজ্যের হাল ধরতে হবে তাকে। কিন্তু অভিজাতরা মাত্র ১১ বছর বয়সী বাবরের কাছে ক্ষমতা হস্তান্তরে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন। পৈতৃক উত্তরাধিকার আদায়ের জন্য বাবর দ্রুতই এলেন রাজধানীতে। এদিকে আহমদ মীর্জা এগিয়ে আসছিলেন ফারগানা দখলের জন্য। অভিজাতরা তাই বাবরকেই শাসক...