কুতুবউদ্দিন আইবেক : নতুন ভারতের রাজসড়ক-১
সুলতান মইজউদ্দিন ঘুরী (১১৪৯-১২০৬ খ্রি.) রাজধানী গজনীকে করে তুলেছিলেন শিল্প-সাহিত্য ও জ্ঞান চর্চার কেন্দ্র। তাঁর সাম্রাজ্যের সীমাভুক্ত ছিলো বর্তমান আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং ইরানের বিপুল অংশ। গজনীতে তিনি প্রাজ্ঞ ও অন্তর্দৃষ্টিসম্পন্ন ব্যক্তিবর্গকে নিয়ে বিশেষ মজমার আয়োজন করতেন। সেখানে আলিম, আমলা, শিক্ষাবিদ, সাহিত্যিক, দার্শনিক, কবি, সংগীতশিল্পী, সমরনায়ক ও অন্যান্য প্রভাবশালীও থাকতেন। জ্ঞানের আলাপ হতো। গান-কবিতা হতো। মজলিস গুলজার...