নববর্ষ ও বাঙালি সংস্কৃতি ও আমাদের সংস্কৃতি
প্রতিবছর বৈশাখ এলেই বাঙালি হওয়ার, বাঙালি সাজার, বাঙালি চেতনার ধুম পড়ে। অধুনা কর্পোরেটোক্রাসি তার স্বার্থ উদ্ধারে এই ধুমকে আরো উষ্কে দিয়েছে। ফলে সেখানে যুক্ত হয়েছে বৈশাখি ফ্যাশন, বৈশাখি উপহার, বৈশাখি ছাড় ও বৈশাখি উৎসবের শহুরে কেতা। এরসাথে গ্রাম বাঙলার আবহমান সংস্কৃতির মিল সামান্যই। এর সাথে মিশে গেছে স্যাটেলাইট সংস্কৃতি- যা মূলত হিন্দি প্রভাবান্বিত।
পহেলা বৈশাখের বাঙালি সংস্কৃতি বিতর্কের মূলে রয়েছে বাঙালি...