সম্রাট হুমায়ুন : উদারনীতির উদ্যান-২
বাবর সিদ্ধান্ত নিলেন নিজের সবচেয়ে প্রিয় জিনিশটি কুরবানি করবেন। কিন্তু তার সবচেয়ে প্রিয় জিনিশটা কী? সাম্রাজ্য? সন্তান? ধনরতœ? না, এর চেয়েও বেশি প্রিয় হলো নিজের জীবন।তিনি পুত্র হুমায়ুনের জন্য নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিলেন। বাবর নিজ বালাখানায় গভীর ধ্যানে মগ্ন হয়ে সর্বশক্তিমান আল্লাহর দরবারে নিজ জীবনের বিনিময়ে পুত্রের রোগমুক্তি কামনা করেন। হুমায়ুনের শয্যার চারপাশে তিন বার ঘুরে গভীর তন্ময়...