মুহম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গজয়-৩
মিনহাজুস সিরাজ দুই ব্যক্তির কাছ থেকে ঘটনাটি শোনেন। তারা হলেন ফারগানা রাজ্যের দুই বিজ্ঞ ভাই; নিজাম উদ্দীন ও শামসামুদ্দীন। তারা বিন বখতিয়ারের প্রশাসনে নিযুক্ত ছিলেন। ঘটনার প্রায় ৪০ বছর পরে (৬৬১ হিজরিতে) লাখনৌতিতে তাদের সাথে মিনহাজুস সিরাজের দেখা হয়। সেখানে তারা তাকে ঘটনাটি শুনান। ঘটনা বর্ণনায় তারা কিছু ভুল করেন। যেমন দুর্গের অধিবাসীদের তারা ন্যাড়ামাথার ব্রাহ্মণ বলে আখ্যা দেন। আসলে...