ইলতুতমিশ, যার হাত ধরে সার্বভৌম সালতানাতের প্রতিষ্ঠা-৪
১২২৯ খ্রিস্টাব্দে বাগদাদের তৎকালীন আব্বাসীয় খলিফা আল-মুসতানসির বিল্লাহ ইলতুতমিশকে দেন ‘সুলতান-ই-আজম’ (শ্রেষ্ঠ সুলতান) উপাধি, যা ছিলো তখনকার দুনিয়ার শ্রেষ্ঠতম স্বীকৃতি এবং মুসলিমদের কাছে বৃহত্তর বৈধতার স্মারক, যা শিশু মুসলিম রাষ্ট্রটিকে একটি আইনি মর্যাদা প্রদান করে। অন্যান্য সম্ভাব্য প্রতিদ্ব›দ্বীর পথরোধ করে। এভাবে সকল পথ ধরে সতর্ক সফলতার সাথে বংশভিত্তিক রাজতন্ত্রটিকে প্রতিষ্ঠা দিলেন ইলতুতমিশ। চরম প্রতিক‚লতা উজিয়ে এগিয়ে যাবার গভীর সামরিক ও...