আকবর দ্য গ্রেট-৪
খান জামান নামে পরিচিত আলী কুলী খান মাহরাম ছিলেন আকবরের জন্য বড় হুমকি। যিনি ছিলেন বড় যোদ্ধা এবং জৈনপুরের শাসক। শুরুতে তাকে বারবার ক্ষমা করলেও শেষে নিষ্ঠুরভাবে তাকে ধ্বংস করেন আকবর। কাবুলের শাসনকর্তা আকবরের সৎ ভাই মির্জা মুহম্মদ হাকিমকে উৎখাত করে কাবুল দখল করে নেন বাদাখশানের সুলায়মান মির্জা। মির্জা হাকিম তার হাতে থাকা অবশিষ্ট সৈন্য নিয়ে পাঞ্জাবে এসে ঘাঁটি গাড়েন।...