পুরান তান্ডবে নতুন চ্যাম্পিয়ন মুম্বাই
১৮৪ রান তাড়ায় শূন্য রানেই বিদায় এক ওপেনারের। প্রথম ওভারেই ক্রিজে গিয়ে ইমাদ ওয়াসিমের একটি বল শুধু দেখলেন নিকোলাস পুরান। দ্বিতীয় বলটি উড়িয়ে মারলেন তিনি মিড উইকেট দিয়ে, পরেরটি আছড়ে ফেললেন সাইটস্ক্রিনে। সেই যে শুরু হলো, আর থামাথামি নেই! বিধ্বংসী ব্যাটিংয়ের প্রদর্শনীতে গুঁড়িয়ে দিলেন প্রতিপক্ষের বোলিং। ম্যাচ শেষ করে দলকে শিরোপা জিতিয়ে অপরাজিত থেকেই ফিরলেন পুরান। তার নামের পাশে তখন...