ইনফান্তিনোর হ্যাটট্রিকইনফান্তিনোর হ্যাটট্রিক
কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আরও একবার জিয়ান্নি ইনফান্তিনোর সভাপতি হওয়াটা নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতাটুকু। সেটাও গতকাল সম্পন্ন হলো রুয়ান্ডার রাজধানী কিগালিতে ফিফার ৭৩তম কংগ্রেসে। সেখানে ফের বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতির দায়িত্ব পেয়েছেন ৫২ বছর বয়সী এই ফুটবল সংঘঠক। ইতালি ও সুইজারল্যান্ডের দ্বৈত নাগরিকত্বধারী ইনফান্তিনো ২০২৭ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন। ২০১৬ সালে সেপ ব্লাটারকে দুর্নীতির অভিযোগে...