ইউরোর পর্তুগাল দলে রোনালদো
গত বিশ্বকাপে প্রথম একাদশ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে বাদ দিয়ে বিদায়ের একটা বার্তা দিয়েছিলেন ফার্নান্দো সান্তোস। সান্তোসের বদলে রবের্তো মার্তিনেজ পর্তুগালের নতুন কোচ হলেও রোনালদোর দলে থাকা নিয়ে ছিল অনিশ্চয়তা। কিন্তু বড় কোন চমকের দিকে যাননি মার্তিনেজ। দেশের ইতিহাসের শ্রেষ্ঠ তারকাকে আসন্ন ইউরোর স্কোয়াডে রেখেছেন তিনি। স্প্যানিশ কোচের দাবি ৩৮ বছরের রোনালদোর এখনো জাতীয় দলকে দেয়ার মতো অনেক কিছুই আছে।
তাই তো...