ফাইনালের লড়াইয়ে দাপুটে শ্রীলঙ্কা
সত্যি বলতে শ্রীলঙ্কার জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সমীকরণটা বেশ কঠিন। দুই ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে ধবলধোলাই করতে তো হবেই, সেই সঙ্গে একই দিনে শুরু হওয়া আহমেদাবাদ টেস্টে ভারতের হার অথবা ড্র কামনা করতে হবে। আহমেদাবাদ টেস্টের ফলাফল কী হবে, তাতে হাত নেই শ্রীলঙ্কার। তবে কিউইদের ধবলধোলাই করার মিশনে প্রথম দিনটি নিজেদেরই করে নিয়েছে লঙ্কানর। গতকাল ক্রাইস্টচার্চে কোনো...