এডিসিএর পরিচালক কামরুল
এশিয়ান ডেফ (বধির) ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এডিসিএ) পরিচালক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বধির ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বধির ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী কামরুল হাসান। সম্প্রতি এডিসিএর ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি ভারতের সুমিত জৈন, সহ-সভাপতি শ্রীলঙ্কার হেমাজিত কুমারা, সাধারণ সম্পাদক পাকিস্তানের ইরফান মিরোজ এবং অন্য দুই পরিচালক হংকংয়ের সুনিল মেলওয়ানি ও নেপালের থুলু ভাই তিমিলসিনা।