ফের জমকালো আন্তর্জাতিক বক্সিং আসর বসছে রাজধানীতে
বক্সিং প্রেমীদের জন্য সুখবরই বলা যায়। দেশ-বিদেশের এ সপ্তাহে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পেশাদার বক্সিং ইভেন্ট। আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে `বেক্সিমকো এক্সবিসি ৩.০`। বেক্সিমকোর আয়োজনে দেশের সবচেয় বড় বক্সিং ইভেন্টে হিসেবে পরিচিত এই আয়োজনের এবার বসছে তৃতীয় আসর।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল বিকেল চারটা রাত দশটা পর্যন্ত চলবে এই জাঁকজমক বক্সিং ইভেন্ট।লাইটওয়েট,ফেদার, ব্যান্থাম ওয়েটসহ বিভিন্ন ক্যাটাগরীতে অনুষ্ঠিত হবে প্রায় ডজনখানেক বাউট।এতে...