ফুলহ্যামকে হারিয়ে জয়ের ধারায় লিভারপুল
আর্সেনালের মতোই প্রিমিয়ার লীগ শিরোপার আরেক দাবিদার লিভারপুলও গত দুই সপ্তাহে ছিল বিবর্ণ।ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ড্র করার পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হেরে বসে শিরোপা স্বপ্ন বড় ধাক্কা খায় অলরেডসদের।এর ভেতরই আটলান্টার বিপক্ষে অ্যানফিল্ডে বিধ্বস্ত হয়ে ইউরোপা লীগ থেকে বিদায় নিয়েছেন ইয়োহেন ক্লপের দল।
তরে খারাপ সময় রবিবার উজ্জীবিত ফুটবলে ছন্দে ফিরেছে লিভারপুল। ফুলহ্যামের বিপক্ষে সেই দাপুটে রুপেই দেখা মিলল ইয়োহেন ক্লপের...