আবাহনীর জয়ের স্বস্তি, মোহামেডানের হার এড়ানের
ম্যাচ জুড়ে ছড়ি ঘোরাল আবাহনী। ব্রাদার্সও হাল ছাড়ল না সহজে। তাতে জমে উঠল ম্যাচ। শেষ পর্যন্ত অবশ্য জয় তুলে নিল আবাহনী। প্রিমিয়ার লিগে দিনের অন্য ম্যাচে শুরুতে পিছিয়ে পড়া মোহামেডানকে চোখ রাঙাচ্ছিল হার। শেষ দিকে পেনাল্টি গোলে কোনো মতে হার এড়াল সাদাকালো জার্সিধারীরা।
গতকাল রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ব্রাদার্সকে ৩-২ গোলে হারিয়েছে আবাহনী। দুই ব্রাজিলিয়ানে স্বস্তির জয় এনে দেয় আকাশী নীল...