শট খেলে ব্যাট ভাঙলেন আফ্রিদি, হলেন ক্যাচ আউট
বলের আঘাতে ব্যাট ভাঙতে দেখা যায় প্রায়ই। তবে সেই একই বলে ব্যাটসম্যান ক্যাচ আউট হয়েছেন, এমন ঘটনা বিরলই বলতে হবে। বিরল সেই ঘটনার সাক্ষি হলেন শহিদ আফ্রিদি।
ইউরোপের ওয়েস্টস শিল্ড টি-১০ টুর্নামেন্টে শনিবার ঘটেছে এই ঘটনা। তবে যে নামের কারণে অনলাইনে ভিডিওটি ভাইরাল হচ্ছে সেই শহিদ আফ্রিদি আসলে পাকিস্তানের সাবেক ক্রিকেটার নন, ইনি হলেন জার্মানির শহিদ আফ্রিদি। একই নামের কারণেই মূলত...