নাহিদা এবার আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে
বল হাতে গত বছরটা দারুণ কেটেছে নাহিদা আক্তারের। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে জিতে নিয়েছেন আইসিসির মাস সেরার পুরস্কার। সে ধারায় এবার আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন এই এই বাঁহাতি স্পিনার। এখানেও দেশের প্রথম ক্রিকেটার নাহিদা।গতকাল ২০২৩ সালের সেরা নারী ওয়ানডে দল ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। সেখানে অস্ট্রেলিয়া থেকেই সুযোগ পেয়েছেন সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার। নিউজিল্যান্ড...