‘আসল বাবর’কে দেখার অপেক্ষায় গাম্ভির
নেতৃত্বের চাপ নেই। দল সামলানোর ভার নেই। হাজার প্রশ্নের ভিড় নেই। আছে কেবল নিজেকে নিয়ে আর নিজের ব্যাটিং নিয়ে ভাবনা। সামনের এই সময়টাই বাবর আজমের ক্যারিয়ারের সেরা সময় হবে বলে মনে করেন গৌতাম গাম্ভির। দুটি বিশ্বকাপজয়ী সাবেক এই ভারতীয় ব্যাটসম্যানের মতে, ব্যাটসম্যান বাবরের আসল চেহারা দেখা যাবে এখনই। এমনকি এই বাবর হয়ে উঠতে পারেন পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যান।এমনিতে সময়টা এখন...