পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
প্রথমে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পরে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। প্রথম ওভারের দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে সাথী রানি, সোবহানা মোস্তারি ও অধিনায়ক লতাকে সাজঘরের দুয়ার দেখিয়ে দেন পাকিস্তানের পেসার ফাতিমা সানা। বিপর্যেয়ের সেই ধারাবাহিকতা অব্যাহত থাকে। ফলে ২.৩ ওভারেই বিদায় নেয় অর্ধেক ব্যাটার। স্কোরবোর্ডে রান তখন মাত্র ১৩! একপর্যায়ে তো ১৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকেই ৯...