ক্লাব ছাড়ার গুঞ্জনের ব্যাপারে বেনজেমা / 'বাস্তবতা ইন্টারনেটের জগৎ থেকে ভিন্ন'
রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের পথচলার সমাপ্তি টানতে চলেছেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা-এমন খবরেই এখন সরগরম ফুটবল দুনিয়া।তবে রিয়ালের বিশ্বকাপজয়ী এই তারকার পরবর্তী গন্তব্য কয় হবে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ক্রীড়াভিত্তিক ওয়েসবাইট ইসপিএন জানিয়েছে, সৌদি আরব থেকে মোটা অংকের প্রস্তাব পেয়েছেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।দুই বছরের জন্য বেনজেমাকে মোট ৪০ কোটি ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো সউদী...