আলফাজের ছোঁয়ায় বদলে যাওয়া মোহামেডান
ঘরোয়া ফুটবলে কোটি টাকার টুর্নামেন্ট খ্যাত সুপার কাপে দুইবারের চ্যাম্পিয়ন মোহামেডান। এবারের আসর বাদে ফেডারেশন কাপেও দশবারের সেরা তারা। স্বাভাবিকভাবেই তাদের কাছে সমর্থকদের প্রত্যাশা অনেক। তারপরও দীর্ঘ ১৪ বছর ফেডারেশন কাপে শিরোপাহীন মোহামেডান। সাদাকালোদের কোটি সমর্থকের প্রত্যাশা পূরণে যেন প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন মোহামেডানের সাবেক তারকা ফুটবলার ও বর্তমানে দলটির প্রধান কোচ আলফাজ আহমেদ। তার ছোঁয়ায় হঠাৎ করে বদলে যাওয়া মোহামেডান ফিরে...