সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে বিক্ষোভ
০২ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজধানীর সরকারি ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে কাল বিলম্ব না করে নতুন হল নির্মাণের দাবিও জানায় শিক্ষার্থীরা।
‘৭ কলেজ অধিভুক্তি বাতিল চাই আন্দোলন’ ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এসময় তারা‘শুনো ভাই, শুনো বোন, ঢাবির কোনো শাখা নাই’; ‘ওয়ান টু, থ্রি, ফোর, এফিলিয়েয়েড নো মোর'; ‘৭ কলেজের ঠিকানা, ঢাবিতে হবে না’; লাগাও তালা, বাঁচাও ঢাবি’ ইত্যাদি সেøাগান দিতে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান ফেরদৌস বলেন, ৭ কলেজের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং পিছিয়ে যাচ্ছে। ঢাবির বুকে ৭ কলজে কাটা হয়ে দাঁড়িয়েছে। আমরা অতি দ্রুত তাদের অধিভুক্তি বাতিল চাই।
শিক্ষার্থীরা বলেন, আমরা ২০১৯ সালে ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করেছিলাম। আমরা প্রায় সফলও হয়েছিলাম। ঠিক তখন সন্ত্রাসী ছাত্রলীগ আমাদের উপর হামলা করে আমাদের অনেক শিক্ষার্থীকে আহত করে। ফলে আমরা আন্দোলন শেষ দিকে এসেও সফল হতে পারিনি। কিন্তু আমরা এবার আন্দোলন ছেড়ে যাবো না। ৭ কলেজের অধিভুক্তি বাতিলের আগে আমরা রাজপথ ছেড়ে যাব না।
তারা বলেন, তৎকালীন ভিসি আমাদের আশ্বাস দিয়েছিলেন যে তাদের সাথে আমাদের সার্টিফিকেটের রঙের পার্থক্য থাকবে এবং তাদের সার্টিফিকেটে ‘অ্যাফিলিয়েটেড’ লেখা থাকবে। এসব বলে আমাদের সামনে তিনি মুলা ঝুলিয়েছিলেন। আমাদের গলায় কাটা বেঁধে রেখেছিলেন। এখনও আমাদের এই আন্দোলন দমানোর জন্য অনেকেই নেগোসিয়েশন করতে আসবে। আমাদের বিভিন্ন কিছু বুঝানোর চেষ্টা করবে কিন্তু আমরা সেটা মেনে নেবো না। আমরা ৭ কলেজের অধিভুক্তি বাতিল করেই রাজপথ ছাড়বো।
এছাড়াও নারী শিক্ষার্থীদের জন্য হল নির্মাণের ব্যাপারে শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি একটি ইটের গাঁথুনি হয় তবে সেটা মেয়েদের হলের জন্য হতে হবে। বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আবাসন সংকটে ভুগছে দীর্ঘদিন ধরেই। কিন্তু বিগত কয়েকটি প্রশাসন তাদের শতভাগ আবাসন নিশ্চিত করতে পারেনি। ফলে মেয়েরা গণরুমে মানবেতর জীবন কাটায়। এখনো প্রথম বর্ষের সকল মেয়ে হলে সিট পায় না। অনেকে তৃতীয় বা চতুর্থ বর্ষে গিয়ে সিট পায়। তাই আমরা অনতিবিলম্বে আমরা মেয়েদের জন্য হল নির্মাণ করার দাবি জানাই। ###
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কন্যার নাম প্রকাশ করলেন রণবীর-দীপিকা দম্পতি,দিয়েছেন মিষ্টি ছবি
তুরস্কে বিজয়ী বাংলাদেশের হাফেজ মুয়াজকে অভিনন্দন জানালেন পীর সাহেব চরমোনাই
সিলেট মহানগর ‘বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদ’র ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
শেরপুরে তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু
কাঁচা সড়কে জনদুর্ভোগ
দেরি করে ভাত দেওয়ায় হত্যা
গ্রামে প্রবেশের সড়ক নেই
বন্য হাতি হামলা
পলো বাওয়া উৎসব
গোদাগাড়ীর মহিশালবাড়ী হাটে ময়লার স্তূপ
কুয়াকাটায় ব্যবসা বাণিজ্যে গতি ফিরছে
গারো পাহাড়ে কলার আবাদ
সেতুর পনেরো শতাংশ কাজ করতেই প্রকল্পের মেয়াদ শেষ
ডেঙ্গুতে ১০ মাসে মৃত্যু ৩০০
বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন এবং বাস্তবতা
স্বেচ্ছায় রক্ত ও চক্ষু দানকে উৎসাহিত করতে হবে
অনন্য চিন্তক-দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফ
বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে
বিদ্যুৎ সংকট আর্থ-সামাজিক অস্থিরতার কারণ হতে পারে
শার্শায় আফিল জুট উইভিং ফ্যাক্টরি শ্রমিক নিহত