ইসরাইলের সম্প্রসারণবাদী এজেন্ডা এবং গাজায় নতুন নাকবা বুমেরাং হবে
পুরনো উপনিবেশবাদের ভিত্তির উপর দাঁড়িয়ে প্রথম মহাযুদ্ধ,উসমানীয় খেলাফতের পতন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর নতুন বিশ্বব্যবস্থার আওতায় ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের মানচিত্র নিয়ে যে নীলনকশা অঙ্কন করা হয়েছিল, তার বাস্তবায়নের রূপরেখা থেকে সরে যায়নি পশ্চিমা জায়নবাদী কুশীলবরা। প্রযুক্তি, পুঁজি আর সমরাস্ত্রের বলে প্রায় শূন্য থেকে একটি রাষ্ট্র সৃষ্টি করে তাকে রাজনৈতিকভাবে টিকিয়ে রাখার প্রকল্প বাস্তবে সফল হয়নি। জাতিসংঘের প্রথম প্রস্তাব...