গণপরিবহনে সতর্কতা
আমরা অনেক সময় বাসে বা বিভিন্ন গণপরিবহনে করে বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকি। তবে বিভিন্ন সময় জেনে বুঝে কিংবা ভুলবশত বাসের জানালার বাইরে হাত বা মাথা বের করে রাখি, যা কোনভাবেই করা উচিত না। অনেকেই ভাবেন, বাসে উঠেছি জানালার বাইরে মাথা বের করে একটু বাইরের দৃশ্য দেখি। কিন্তু এটা আমাদের জন্য ডেকে আনতে পারে ভয়ংকর বিপদ, এমনকি হতে পারে মৃত্যু...