ফসলের মাঠে বৈদ্যুতিক ফাঁদ কেন?
বোরো বাংলাদেশের প্রধান ধান চাষের মৌসুম। সেচ নির্ভর ও শুষ্ক মৌসুমের ফসল হওয়ায় ধানের প্রজনন পর্যায় কাইচ থোড়, থোড়, শীষ বের হওয়া এবং ফুল আসা অবস্থায় ইঁদুরের উপদ্রব বেড়ে যায়। ইঁদুর ধরতে অনেক জায়গায় ব্যবহার করা হচ্ছে বৈদ্যুতিক ফাঁদ। কিন্তু ইঁদুরের উপদ্রব এড়াতে ফসলের মাঠে বৈদ্যুতিক ফাঁদ দেওয়া কোনো অবস্থাতেই কাম্য নয়। কেননা, ইঁদুরের ফাঁদ নিমিষেই মানুষের ফাঁদে পরিণত হতে...