স্মৃতিতে ৯১-এর সেই কালোরাত্রি
১৯৯১ সালের ২৯ এপ্রিল দিনটি ছিল কালোমেঘাচ্ছন্ন, ভ্যাপসা গরম, পশ্চিমের আকাশ লাল আভা। বিকাল থেকে মিডিয়াতে প্রচার হচ্ছে সাইক্লোনের সতর্ক সংকেত। সন্ধ্যা থেকে মানুষের মাঝে আতঙ্ক। বহু সাইক্লোন, টর্নেডো জলোচ্ছ্বাসে অভ্যস্ত গ্রামীণ জনপদের মানুষ অবহেলায় ঘুমিয়ে পড়ে। রাত ১১টায় হঠাৎ বাতাসের তীব্রতা ১০০ মাইল গতি অতিক্রম করে। শুরু হয় ২০০ বছরের ইতিহাসের ভয়ঙ্কর সাইক্লোনের তা-ব, ১৪০ মাইল বাতাসের গতির সঙ্গে...