পাবলিক প্লেসে ধূমপান বন্ধ করুন
বাসের জন্য দাঁড়িয়ে আছি বা কোনো ছোটখাট দোকানে দাঁড়িয়ে সন্ধ্যার নাস্তা সারছি। কিন্তু স্বস্তিতে একটু দাঁড়াবো বা খাবো সে পরিবেশ নেই। চারপাশ থেকে ভেসে আসছে নিকোটিনের ধোঁয়া। ভাবলেশহীনভাবে ধূমপান করে যাচ্ছেন তারা। অধূমপায়ী হয়েও একপ্রকার বাধ্য হয়েই গ্রহণ করতে হচ্ছে সিগারেটের বিষাক্ত নিকোটিন। আমার মতো ডাস্ট আ্যলার্জির রোগীর জন্য তা অত্যন্ত অস্বস্তিকর ও স্বাস্থ্যগত ঝুঁকির কারণ। পাবলিক প্লেসে ধূমপানে অনধিক...