দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ
কতই না সতর্ক, যাতে এক ফোঁটা পানি গলা পর্যন্ত নাহ গিয়ে রোজা নষ্ট নাহ হয়। কিন্তু একশ্রেণির মানুষ আপসহীন ভাবে আরেকজনের হক নষ্ট করছে। প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। বাজারে এ যাওয়ার পর প্রথমেই চোখে পড়ে ব্রয়লারের দাম। নি¤œবিত্ত আয়ের মানুষেরা ও সাধারণ শিক্ষার্থীরা পূর্বে গরুর মাংস না কিনতে পেরে মুরগির মাংস কিনে অন্তত মনকে সান্ত¡না দিতে পারত। কিন্তু...