প্রশ্ন : আমার এক আত্নীয়া টেলিফোনে পরিচয়ের সূত্র ধরে ইউরোপ প্রবাসী একজনকে ভিডিও কল এর মাধ্যমে বিয়ে করেছেন। কাজী বিয়ে পড়িয়েছেন, চার জন স্বাক্ষীও ছিলাম। পাত্রী এবং স্বাক্ষীরা কাবিন নামায় স্বাক্ষর করেছেন। পাত্র-পাত্রী ভিডিও কল্ ব্যতীত কেউ কাউকে সরাসরি দেখেননি। বর্তমানে বনিবনা হচ্ছেনা বিধায় পাত্র এ বিয়ে কে অস্বীকার করছেন। তার দাবী যেহেতু তিনি কাবিন নামায় স্বাক্ষর করেননি তাই বিয়েও সম্পূর্ণ হয়নি। তার দাবী কি ঠিক? দয়া করে জানাবেন।
উত্তর : যেভাবে বর্ণনা করা হয়েছে, বিয়ে পড়ানোর নিয়ম এমন নয়। অনুপস্থিত বর কনের বিয়ে সরাসরি টেলিফোন বা ভিডিও কলে করানোর নিয়ম নেই। শরীয়তের পদ্ধতি হলো, কনে বা বর বিয়ে করানোর জন্য সাক্ষীর সামনে কাউকে এজেন্ট বা উকিল নিয়োগ করবে, এ কাজটি টেলিফোনেও সম্ভব। উকিল বিয়ের সাক্ষীর সামনে মজলিসে বসে আকদ করে নিবে। আপনাদের অনুষ্ঠিত বিয়েতে এখন উপস্থিত সাক্ষী, রেকর্ড,...