প্রশ্ন : আমি ডায়বেটিসের রোগী। ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ার আগে আমাকে ইনসুলিন নিতে হয়। এখন ইনসুলিন নেওয়ার কারণে কি আমার রোজার কোনো ক্ষতি হবে?
উত্তর : না। ইনসুলিন নিলে রোজা ভাঙ্গবে না। কারণ, ইনসুলিন রোজা ভঙ্গ হওয়ার শরীয়ত বর্ণিত রাস্তা দিয়ে প্রবেশ করে না এবং এমন খালি জায়গায় পৌঁছে না।প্রশ্ন : আমার দাঁতে প্রচ- ব্যথা। ডাক্তার বলছেন, দাঁত উঠিয়ে ফেলতে হবে। এখন রোজা রেখে কি দাঁত উঠানো যাবে?উত্তর : রোজা অবস্থায় একান্ত প্রয়োজন হলে দাঁত তোলা জায়েজ আছে। তবে অতি প্রয়োজন না হলে এমনটা...