ঝাড়খণ্ডে গণপিটুনি দিয়ে ইমামকে হত্যা
০৩ জুলাই ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ০৩ জুলাই ২০২৪, ১২:১৬ এএম
বাড়ি ফেরার সময় একজন হিন্দু মহিলার গাড়ির সাথে সাইকেলের ধাক্কা লাগায় ‘বিক্ষুব্ধ জনতা’ একজন ইমামকে পিটিয়ে হত্যা করেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ইমামের মৃত্যু হয়।
নিহত মাওলানা সাহেবউদ্দিন গত রোববার ঝাড়খণ্ডের কোডারমা জেলায় গুথারি কারিয়ার কাছে তার বাইকে করে বাড়ি ফিরছিলেন। এসময় তার গাড়ির সাথে হিন্দু মহিলা অনিতা দেবী, তার স্বামী এবং শ্যালককে বহনকারী একটি গাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনায় অনিতা দেবী সামান্য জখম হন। তবে তার স্বামী ও শ্যালক তার অবস্থার জন্য ইমামের বিরুদ্ধে অভিযোগ আনতে শুরু করেন।
শিগগিরই স্থানীয় জনতা জড়ো হয়ে ইমামের মুখে ও শরীরের অন্যান্য অংশে লাঠি দিয়ে মারতে শুরু করে। হট্টগোলের মধ্যে সামান্য আহত অনিতা দেবী সাহেবউদ্দিনকে উদ্ধারের জন্য জনতাকে অনুরোধ করলেও তাতে কেউ কর্ণপাত করেনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে সাহেউদ্দিনকে উদ্ধার করে। তার মুখ ও মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছিল এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
তবে পুলিশ কোনো সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা অস্বীকার করে বলেছে, দুর্ঘটনার কারণে ইমামের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ইমাম আহত হন। এখানে অন্য কোনো কারণ নেই। তাকে পুলিশের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
অবজারভার পোস্টের কাছে সাহেবউদ্দিনের ছেলে মো. পারভেজ আলম জানান, তার বাবা পুনিশোদিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন, এসময় দুর্ঘটনা ঘটে। হাজারীবাগের বারকাদা এলাকায় শিশুদের পড়াচ্ছিলেন ইমাম।
আলম বলেন, ‘তার নাক থেকে রক্তপাত হচ্ছিল, কিন্তু তার কোনো বাহ্যিক আঘাত ছিল না, সম্ভবত এটি অভ্যন্তরীণ রক্তপাত ছিল’।
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন-এর সাথে যুক্ত স্থানীয় নেতা সুরজ দাস বলেন, ‘যদি এমন হতো, তাহলে তিনি দুর্ঘটনায় মারা যাননি, বরং জনতা তাকে মারধর করে’। যে মহিলাটি মোটরসাইকেলে ধাক্কা খেয়েছিল সে জনতাকে মাওলানাকে আঘাত না করার জন্য বলেছিল, কিন্তু তারা তাকে মারতে থাকে। মহিলাটি গুরুতর আহত না হলেও জনতা তাকে মারধর করে, কারণ সে ছিল টুপি এবং দাড়ি একজন মুসলিম। সূত্র : সিয়াসাত ডেইলি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
কন্যার নাম প্রকাশ করলেন রণবীর-দীপিকা দম্পতি,দিয়েছেন মিষ্টি ছবি
তুরস্কে বিজয়ী বাংলাদেশের হাফেজ মুয়াজকে অভিনন্দন জানালেন পীর সাহেব চরমোনাই
সিলেট মহানগর ‘বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদ’র ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
শেরপুরে তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু
কাঁচা সড়কে জনদুর্ভোগ
দেরি করে ভাত দেওয়ায় হত্যা
গ্রামে প্রবেশের সড়ক নেই
বন্য হাতি হামলা
পলো বাওয়া উৎসব
গোদাগাড়ীর মহিশালবাড়ী হাটে ময়লার স্তূপ
কুয়াকাটায় ব্যবসা বাণিজ্যে গতি ফিরছে
গারো পাহাড়ে কলার আবাদ
সেতুর পনেরো শতাংশ কাজ করতেই প্রকল্পের মেয়াদ শেষ
ডেঙ্গুতে ১০ মাসে মৃত্যু ৩০০
বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন এবং বাস্তবতা
স্বেচ্ছায় রক্ত ও চক্ষু দানকে উৎসাহিত করতে হবে
অনন্য চিন্তক-দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফ
বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে
বিদ্যুৎ সংকট আর্থ-সামাজিক অস্থিরতার কারণ হতে পারে
শার্শায় আফিল জুট উইভিং ফ্যাক্টরি শ্রমিক নিহত