শপিং সেন্টারে হঠাৎ ছুরি নিয়ে হামলা, ইসরায়েলি সেনা নিহত
০৪ জুলাই ২০২৪, ১০:০৯ এএম | আপডেট: ০৪ জুলাই ২০২৪, ১০:০৯ এএম
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কারমিয়েলের একটি শপিং সেন্টারে ছুরিকাঘাতে এক ইসরায়েলি সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারী কাছাকাছি প্রধানত আরব শহর নাহাফের বাসিন্দা। হতাহত সৈন্যদের একজনের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
বুধবার (৩ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) নিহত সৈনিকের নাম সার্জেন্ট আলেকজান্ডার ইয়াকিমিনস্কি বলে জানিয়েছে। ১৯ বছর বয়সী এই সেনা ইসরায়েলের নাহারিয়ার বাসিন্দা। হামলাস্থল শপিং সেন্টার থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে অবস্থিত ওই এলাকাটি।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ইউনিফর্ম পরা এবং রাইফেল নিয়ে সজ্জিত দুই ব্যক্তিকে বারবার ছুরিকাঘাত করছে একজন ব্যক্তি। এরপর তিনি নেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে সৈন্যদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান ওই হামলাকারী।
পুলিশ বলেছে, তারা ঘটনাটিকে ‘সন্দেহজনক সন্ত্রাসী হামলা’ হিসাবে বিবেচনা করছে এবং হামলাকারীর বেশ কয়েকজন আত্মীয়কে আটক করা হয়েছে। কোনো গ্রুপের পক্ষ থেকে এই ঘটনায় তাৎক্ষণিক কোনো দায় স্বীকার বা কিছু দাবি করা হয়নি।
তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, হামলাটি ছিল গাজা এবং দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ‘অপরাধের’ একটি ‘স্বাভাবিক প্রতিক্রিয়া’। অন্যদিকে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ একে ‘বীরোচিত অভিযান’ বলে অভিহিত করেছে।
ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা বলেছে, তাদের প্যারামেডিকরা শপিং সেন্টারের ভেতরে শরীরে ক্ষত নিয়ে আহত দুই ব্যক্তির চিকিৎসা করেছে। পরে তাদের দুজনকেই নাহারিয়ার গ্যালিলি মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
পরে হাসপাতাল বলেছে, হামলায় আহতদের একজন মারা গেছেন এবং অন্যজনকে নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসা করা হচ্ছে।
উল্লেখ্য, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীর এবং ইসরায়েলে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ বুধবার জানিয়েছে, গত ১ জুলাই পর্যন্ত ইসরায়েল এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হামলায় ৯ জন নিরাপত্তা কর্মীসহ ২২ জন ইসরায়েলি নিহত হয়েছে।
একই সময়ের মধ্যে পশ্চিম তীরে নিহত হয়েছেন ৫৩৯ জন ফিলিস্তিনি। আর এসব ফিলিস্তিনির বেশিরভাগই নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ আমোরি
কন্যার নাম প্রকাশ করলেন রণবীর-দীপিকা দম্পতি,দিয়েছেন মিষ্টি ছবি
তুরস্কে বিজয়ী বাংলাদেশের হাফেজ মুয়াজকে অভিনন্দন জানালেন পীর সাহেব চরমোনাই
সিলেট মহানগর ‘বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদ’র ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
শেরপুরে তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু
কাঁচা সড়কে জনদুর্ভোগ
দেরি করে ভাত দেওয়ায় হত্যা
গ্রামে প্রবেশের সড়ক নেই
বন্য হাতি হামলা
পলো বাওয়া উৎসব
গোদাগাড়ীর মহিশালবাড়ী হাটে ময়লার স্তূপ
কুয়াকাটায় ব্যবসা বাণিজ্যে গতি ফিরছে
গারো পাহাড়ে কলার আবাদ
সেতুর পনেরো শতাংশ কাজ করতেই প্রকল্পের মেয়াদ শেষ
ডেঙ্গুতে ১০ মাসে মৃত্যু ৩০০
বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন এবং বাস্তবতা
স্বেচ্ছায় রক্ত ও চক্ষু দানকে উৎসাহিত করতে হবে
অনন্য চিন্তক-দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফ
বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে
বিদ্যুৎ সংকট আর্থ-সামাজিক অস্থিরতার কারণ হতে পারে