হিংসা : বাঁচতেই হবে আমাকে-২
১৫ জুলাই ২০২৩, ১১:৩৬ পিএম | আপডেট: ১৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম

হিংসা বহু হারাম কাজের দরজা খুলে দেয় : অন্তর যখন হিংসায় আক্রান্ত হয়; হাত-পা, মুখ-মাথা ইত্যাদি অঙ্গগুলোও এর থেকে রেহাই পায় না। মাথায় অন্যের ক্ষতিসাধনের চিন্তা, চোখে দোষ খোঁজা, মুখে দোষচর্চা ও নিন্দা এবং হাত-পা ও মুখ দ্বারা জান, মাল ও ইজ্জত আব্রুতে আঘাত করা যেন হিংসুকের যথারীতি অভ্যাসে পরিণত হয় । হায়, এক হিংসা কতগুলো হারাম কাজের দরজা খুলে দেয়! হিংসা ঈমানকে ক্ষতিগ্রস্ত করে : হিংসার সবচেয়ে বড় ক্ষতি হলো. এটি ঈমানকে ক্ষতিগ্রস্ত করে। কারণ ঈমানের দাবি হলো, আল্লাহ তায়ালাকে রব বলে স্বীকার করা এবং তাঁর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা। হিংসার সারকথা হলো, আল্লাহর ফয়সালা ও বণ্টনের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা। বান্দার এ অবস্থা যে তার ঈমানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে তা বলাই বাহুল্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : কারো অন্তরে ইমান ও হিংসা একত্র হতে পারে না। (সহিহ ইবনে হিব্বান, হাদিস ৪৬০৬)।
হিংসা দমনের পদ্ধতি : ১. কারো প্রতি হিংসা অনুভব হওয়া মাত্রই দু’টি কথা চিন্তা করা : ক. এই হিংসা দ্বারা না আমার রিজিক বাড়বে আর না যার প্রতি হিংসা করছি তার রিজিক কমবে। উপরন্তু এর কারণে আমার ঈমান আমল ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়া ও আখেরাত বরবাদ হবে। খ. আমার কল্যাণ-অকল্যাণ আমার চেয়ে আমার আল্লাহ্ই ভালো জানেন।
সুতরাং আমার নসিবে তিনি যা দিয়েছেন তা-ই আমার জন্য কল্যাণকর। তাতেই আমার তুষ্ট থাকা উচিত। আল্লাহ তায়ালা ইরশাদ করেন : হতে পারে, তোমরা একটি জিনিস অপছন্দ কর; অথচ তা তোমাদের জন্য কল্যাণকর এবং একটি জিনিস পছন্দ কর; অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। (সূরা বাকারা : ২১৬)।
২. অর্থের প্রতি খেয়াল করে সূরা নিসার ৩২ নং আয়াত তিলাওয়াত করা। যার অর্থ : তোমরা এমন জিনিসের বাসনা করো না, যার দ্বারা আল্লাহ তোমাদের একজনকে অন্য জনের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। পুরুষদের জন্য রয়েছে তাদের উপার্জনের অংশ আর নারীদের জন্য রয়েছে তাদের উপার্জনের অংশ। আর তোমরা আল্লাহর নিকট তাঁর দয়া প্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে সম্যক অবগত। (সূরা নিসা : ৩২)।
৩. আল্লাহ তায়ালার কাছে নিজের এবং যার প্রতি হিংসা অনুভব হয় তার জন্য কল্যাণের দুয়া করা। সাথে সাথে হিংসা থেকে আরোগ্যের জন্যও দুয়া করা। ৪. হিংসার চাহিদার বিপরীত কাজ করা। যেমন নিন্দার পরিবর্তে প্রশংসা করা। ক্ষতি না করে উপকার করা। দোষ না খুঁজে গুণ খোঁজা।
তার সাথে ওই সকল কাজ করা, যেগুলো দ্বারা পারস্পরিক হৃদ্যতা ও ভালোবাসা তৈরি হয়; যথা সালাম দেওয়া, হাসিমুখে সাক্ষাৎ করা, মাঝেমধ্যে হাদিয়া দেওয়া ইত্যাদি। এ বিষয়ে হাকিমুল উম্মত থানভী (রাহ.) লেখেন : যার প্রতি হিংসা হয় মানুষের নিকট তার প্রশংসা করা, সামনে পড়লে তার তাযীম করা এবং মাঝে মাঝে তার কাছে হাদিয়া পাঠানো, এ এমন এক এলাজ, যা বিশেষ এলাজসমূহের চেয়ে দ্রুত ও সহজলভ্য। (আশরাফ চরিত, ৩৫৫)।
এগুলো করতে বেশ কষ্ট হবে। কিন্তু এই কষ্ট তো আমার ইমান-আমল রক্ষার জন্য, আমার চিরস্থায়ী শান্তির জন্য। এ তো রহমতের বারিধারা বর্ষণের পূর্বে ধুলোবালি ওড়া, ঘনকালো মেঘাচ্ছন্ন আকাশ ও মেঘগর্জন। অতএব আসুন আমরা হিংসা দমন করি। হিংসার আগুন আর আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করি নিজেকে। শান্তিময় জীবনের অধিকারী হই। প্রতিজ্ঞা করি, আমাকে বাঁচতেই হবে এ মরণব্যাধি থেকে।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

গ্রেফতারকৃত ক্রীম আপা কেন এত ভাইরাল?

ঢাকাকে বাসযোগ্য করতে হবে

বড়োদের শরীরে পা লাগলে কি করনীয় প্রসঙ্গে?

তারেক রহমান ঘোষিত ৩১দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঈশ্বরগঞ্জে বিএনপি'র জনসভা

ধর্মীয় কারণে কোনো হিন্দু নিপীড়নের শিকার হচ্ছে না

স্বাস্থ্যসেবা ও ডিজিটাল খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে

মুক্তি পেয়েছে দ্য কিং অফ কিংস

কান উৎসবে পাম ডিঅর পাচ্ছেন রবার্ট ডি নিরো

বর্ষবরণে ‘চিত্রাঙ্গদা’র দু’টি প্রদর্শনী

ঢাকায় এসেছেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ

নতুন আঙ্গিকে মঞ্চে নাটক শেষের কবিতার

স্বাধীনতা কনসার্ট স্থগিত হওয়ায় হতাশ আসিফ

ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ ঢাকা ইউনাইটেডের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা জমিয়তে হিযবুল্লাহর বিক্ষোভ

কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের রাজনীতি

বিশিষ্টজনদের আলোচনায় এই খাত উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধিসহ বেশ কয়েকটি সুপারিশ

দক্ষিণ কোরিয়ার দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার মোতায়েন

ট্রাম্পের শুল্ক স্থগিতাদেশ : বিশ্ব অর্থনীতির জন্য সাময়িক স্বস্তি, বললেন কানাডার প্রধানমন্ত্রী

অভিবাসীর প্রত্যাবর্তন ‘সহজ’ করার নির্দেশ মার্কিন সুপ্রিম কোর্টের

নিউইয়র্কে হেলিকপ্টার বিধ্বস্ত স্পেনীয় পরিবারের ছয় সদস্যের মর্মান্তিক মৃত্যু