নিরাপদ সমাজ গড়তে আল্লাহমুখিতা কাম্য-২
জীবনের নিরাপত্তা বাস্তবায়নে ইসলামে রয়েছে কিসাস ও দিয়তসহ যথাযথ শাস্তির বিধান। হত্যার বদলে অনুরূপ হত্যা, অঙ্গহানির বদলে অনুরূপ অঙ্গহানি অথবা উভয় ক্ষেত্রে নিহত ও ক্ষতিগ্রস্তের পরিবারের সম্মতিক্রমে রক্তপণ ও ক্ষতিপূরণ আদায়। সেইসঙ্গে হত্যা-চেষ্টার ক্ষেত্রে যথোপযুক্ত শাস্তি। ইসলামের এ বিধানাবলির ফলে ইতিহাসে মুসলিম সাম্রাজ্যগুলোতে মানুষের জীবনের কেমন নিরাপত্তা প্রতিষ্ঠা হয়েছিল, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আল্লাহর বিধানে মানব জীবনের কী...