কিয়ামাত, ছাআত ও বাআছ-এর মর্মকথা-৩
কিয়ামাত বুঝাতে ‘বাআছ’ শব্দটির ব্যবহারও লক্ষ্য করা যায়। বাআছ মূল ধাতু হতে গঠিত ক্রিয়া পদগুলো বাআছা, বাআছনা, বাআছানা, বাআছনাকুম, ইয়াবআছু, ইয়াআছুকুম-রূপে এবং সম্বন্ধপদ ‘ইয়াওমুল বাআছি’ রূপে আল কুরআনে ব্যবহৃত হয়েছে। আর ‘ইয়াওমুল বাআছি’ শব্দের অর্থ হলো পুনরুত্থানের দিন। আল কুরআনে এতদ সম্পর্কে ঘোষণা করা হয়েছে : আর যখন শিঙ্গায় ফুঁক দেয়া হবে তখনই তারা কবর থেকে তাদের পরওয়ারদিগারের দিকে ছুটে...