নামাযের কাতার : কিছু কথা কিছু নিবেদন-২
নবীজী (সা.) বলেন, কাতার ঠিক কর, কাঁধ সোজা করো, খালি জায়গা পূর্ণ করো, নরম হও। (সুনানে আবু দাউদ : ৬৬৬)। তোমাদের মাঝে সর্বোত্তম সে, নামাযে যার কাঁধ সবচেয়ে বেশি নরম। (অর্থাৎ কাতার সোজা করা বা খালি জায়গা পূরণ করার জন্য কেউ আগ-পর হতে বা ডানে বামে মিলতে বললে বিনয়ের সাথে তা গ্রহণ করে)। (মুসান্নাফে আবদুর রায্্যাক : ২৪৮০)। কাতারের শৃঙ্খলা...