প্রশ্ন: আমার সেজদাহ কেমন হওয়া উচিত?

Daily Inqilab ইনকিলাব

২৬ অক্টোবর ২০২৩, ১২:১৪ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩, ১২:১৪ এএম

উত্তর: আমার সেজদা আমার নামাজে চুড়ান্ত কাজ। চুড়ান্ত গন্তব্য। সেজদার আগে যত কাজ করা হয়েছে, তাকবীরে তাহরিমা, তেলাওয়াত রুকু, রুকুর পর দাড়ানো সব সেজদাকে উপলক্ষ্য করে। অর্থাৎ সেজদার আগের সকল কাজ সেজদার ভূমিকা মাত্র।

আমি আমার রবের সান্নিধ্য চাই। এই সেজদার মাধ্যমে আমি আমার রবের সবচেয়ে কাছে যাই। তাঁর সান্নিধ্য পাই। একজন ইমানদারের সেজদায় যে কী প্রশান্তি পায় তা অন্য কারো উপলব্ধি করা সম্ভব নয়। ইবনুল কাইয়্যেম রাহ. এর ভাষায় সেজদা হল নামাজের গুপ্তধন, সালাতের সবচেয়ে বড় খুটি, রুকুর পূর্ণ পরিসমাপ্তি। সেজদা আল্লাহর বড় প্রিয় ইবাদাত। এক সেজদার আদেশ অমান্য করায় ইবলিশের সব আমল বরবাদ হয়ে চির অভিশপ্ত হয়ে যায়। চির জাহান্ন্ামী হয়ে যায়। অপর দিকে আদম এবং আদম সন্তান এই সেজদার গুনে মহান মালিকের প্রিয় হয়ে যায়। জান্নাতী হয়ে যায়।

বান্দা আল্লাহর নিকটবর্তী হোক, তাঁর কাছে মিনতি জানাক, তাঁর কাছে বিনয়াবনত হোক, আল্লাহ এটা চান। আল্লাহ এটা পছন্দ করেন। যারা আল্লাহর প্রিয় হতে চায় বা প্রিয় হয় তারাও চায় আল্লাহর নিকটবর্তী হতে। আল্লাহর শানে প্রশংসা কৃতজ্ঞতা জানাতে। তাঁর সাথে হৃদয়ের সব আকুতি কাকুতি, সব চাওয়া পাওয়া পেশ করতে। সেজদা হল আল্লাহর কাছে সব কিছু বলার মাধ্যম। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদায় থাকে। সব ইবাদাতের মধ্যে নামাজ মূল্যবান কারন নামাজ ছাড়া অন্য ইবাদাত গ্রহনযোগ্য নয়। আর নামাজের মধ্যে সেজদা সবচেয়ে মূল্যবান।

আমি সেজদার আগের সবকাজ একে একে শেষ করে এখন নামাজের চুড়ান্ত পর্যায় সেজদায় লুটিয়ে পড়ছি। আমার আবেগ অনুভূতি, বিনয় ন¤্রতা এখন সর্বোচ্চ পর্যায়ে থাকা উচিত। মহান প্রভুর মোলাকাতে আমার ধীরতা, স্থিরতা, একাগ্রতা ও সর্বোচ্চ পর্যায়ে থাকা উচিত। হায় আমার দুরবস্তা। নামাজে রুকু আর সেজদায় আমার সবচেয়ে বেশি তাড়াহুড়া। যেন নামাজ তাড়াতাড়ি শেষ করতে না পারলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না না প্রিয় ভাই। বরং নামাজে তাড়াহুড়া করেই আমি ধ্বংসের দিকে চলে যাচ্ছি। আমি সেজদা করি এটা কোন ভাবে শয়তান চায় না। তারপরও যখন আমাকে সেজদা থেকে ফেরাতে পারেনি। তাই সে আমার মধ্যে অস্থিরতা, চঞ্চলতা সৃষ্টি করে মহান প্রভু থেকে আমাকে দূরে ঠেলে দিতে চায়। আমি না বুঝে তার মুরিদ হয়ে বসে আছি। আমার পুরো জীবনেও আমি রুকু সেজদা সর্বোপুরি নামাজটা ঠিক করতে পারিনি। যেহেতু নামাজ মহান রবের প্রিয়, তাই নামাজেইতো শয়তান সবচেয়ে বেশি বাধা প্রদান করবে। আমার উপর বিভিন্ন ভাবে আক্রমন চালাবে। আমার নামাজ নষ্ট করতে সর্বাত্বক প্রচেষ্টা চালাবে। তার সকল দোসরদের আমার পিছনে লেলিয়ে দিবে। এটাইতো স্বাভাবিক। কিন্তু আমি যে বেখবর। আফসোস অনেক ইমামও আছেন এখানে বেখবর।

আমি আল্লাহর যত বেশি নৈকট্য চাব আমাকে তত বেশি বিনয়ী হতে হবে। আল্লাহর প্রতি আমার ভালবাসা, আস্থা বিশ্বাস, নির্ভরতা, আল্লাহ ভীতি তত বেশি হতে হবে। এগুলো অর্জন করার জন্য আমাকে সময় শ্রম দিতে হবে। মেহনত করতে হবে। চিন্তা ভাবনা করতে হবে। এগুলো অর্জনের উপায় বের করতে হবে। এই বিষয়ে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহকে পেতে আমাকে মরিয়া হয়ে যেতে হবে।

বান্দা সেজদায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে। এই সময় মহান মালিক বান্দার দোয়া সবচেয়ে বেশি কবুল করেন। এটা স্বাভাবিক, বন্ধু যখন বন্ধুর নিকটে থাকে তখনি মনের সব কথা খুলে বলে। নিজের চাওয়া পাওয়া, রাগ অনুরাগ, আবেগ উচ্ছ্বাস অনুভূতি সব কিছু নিঃসংকোচে প্রকাশ করে। নিজের দাবী দাওয়া পেশ করে। বিচ্ছিন্নতাতে সে দুঃখিত হয়। মনোক্ষুন্ন হয়, মন ভারাক্রান্ত হয়। বন্ধুর সাক্ষাতকে সে সবচেয়ে বেশি মূল্যায়ন করে।

উত্তর দিচ্ছেন: মুন্সি আব্দুল কাদির, ইসলামী চিন্তাবিদ, গবেষক।


বিভাগ : ধর্ম দর্শন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আর‌ও এক বিরল রোগের ঝুঁকি, ফের কাঠগড়ায় অ্যাস্ট্রাজেনেকা

আর‌ও এক বিরল রোগের ঝুঁকি, ফের কাঠগড়ায় অ্যাস্ট্রাজেনেকা

‘অতিরিক্ত উৎপাদন ক্ষমতা’ তত্ত্ব একেবারে ভিত্তিহীন: চীন

‘অতিরিক্ত উৎপাদন ক্ষমতা’ তত্ত্ব একেবারে ভিত্তিহীন: চীন

উখিয়া টেকনাফের সীমান্ত এলাকা অবৈধ অস্ত্র, মাদক চোরাচালানের রোডম্যাপে পরিণত হচ্ছে

উখিয়া টেকনাফের সীমান্ত এলাকা অবৈধ অস্ত্র, মাদক চোরাচালানের রোডম্যাপে পরিণত হচ্ছে

এদেরসনকে হারানোর ধাক্কা সিটির, ব্রাজিলের জন্যও যা দুর্ভাবনার

এদেরসনকে হারানোর ধাক্কা সিটির, ব্রাজিলের জন্যও যা দুর্ভাবনার

জার্মানির ইউরো দলে ৪ গোলরক্ষক, নেই নাব্রি-হুমেলস

জার্মানির ইউরো দলে ৪ গোলরক্ষক, নেই নাব্রি-হুমেলস

আয়ে রোনালদো শীর্ষেই, পেছালেন মেসি

আয়ে রোনালদো শীর্ষেই, পেছালেন মেসি

ফের্মিন লোপেজের জোড়া গোলে জাভির শততম ম্যাচ জয়ে রাঙাল বার্সা

ফের্মিন লোপেজের জোড়া গোলে জাভির শততম ম্যাচ জয়ে রাঙাল বার্সা

১৫ কবি ও সাহিত্যিক পাচ্ছেন রাইটার্স ক্লাব পুরস্কার

১৫ কবি ও সাহিত্যিক পাচ্ছেন রাইটার্স ক্লাব পুরস্কার

ভূমিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার

ভূমিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার

হাতে চোট নিয়েও মেয়েকে নিয়ে কানে ঐশ্বরিয়া

হাতে চোট নিয়েও মেয়েকে নিয়ে কানে ঐশ্বরিয়া

ঢাকায় তিনদিনের কোল্ড চেইন ও অবকাঠামো প্রদর্শনী শুরু

ঢাকায় তিনদিনের কোল্ড চেইন ও অবকাঠামো প্রদর্শনী শুরু

ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন

ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন

মানুষের প্রতি শেখ হাসিনার আন্তরিকতা ও ভালোবাসা বিরল : নাছিম

মানুষের প্রতি শেখ হাসিনার আন্তরিকতা ও ভালোবাসা বিরল : নাছিম

দেশকে আরো এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী

দেশকে আরো এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী

সোনালিকে ‘অপহরণ’ করতে চেয়েছিলেন শোয়েব আখতার!

সোনালিকে ‘অপহরণ’ করতে চেয়েছিলেন শোয়েব আখতার!

সরকারের লুটপাটে দেশের অর্থনীতি খাদের কিনারায়: এমরান সালেহ প্রিন্স

সরকারের লুটপাটে দেশের অর্থনীতি খাদের কিনারায়: এমরান সালেহ প্রিন্স

রাবিতে গাঁজা সেবনে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে মারামারি

রাবিতে গাঁজা সেবনে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে মারামারি

বাসে জাবি ছাত্রীকে যৌন হয়রানিতে জড়িতদের শাস্তির দাবি

বাসে জাবি ছাত্রীকে যৌন হয়রানিতে জড়িতদের শাস্তির দাবি

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের প্রশিক্ষণ বাড়ানোর সুপারিশ

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের প্রশিক্ষণ বাড়ানোর সুপারিশ

মসজিদে জামাত হওয়ার পর আবার জামাত করা প্রসঙ্গে।

মসজিদে জামাত হওয়ার পর আবার জামাত করা প্রসঙ্গে।