আল কুরআনে নূর প্রসঙ্গ-৩
(পূর্বে প্রকাশিতের পর)এই যদি হয় অবস্থা, তাহলে “নূর” শব্দটির আভিধানিক ও ব্যবহারিক অর্থ ও সংজ্ঞার প্রতি খেয়াল করে একে বস্তুু বলে সাব্যস্ত করা চূড়ান্ত বোকামী ছাড়া কিছুই নয়। কারণ, আল কুরআনে আল্লাহ তায়ালার যাত বা সত্তার জন্য ব্যবহৃত “নূর” শব্দটির অর্থ সকল তাফসীরবিদদের মতে “মুনাব্বির” অর্থাৎ ঔজ্জ্বল্যদানকার,ি আলোদানকারী। অথবা অতিশয়ার্থবোধক পদের ন্যায় নূরওয়ালাকে নূর বলে ব্যক্ত করা হয়েছে। যেমন আরবী...