প্রশ্ন: রাসূলুল্লাহ (সা:)-এর জন্ম তারিখ সম্পর্কে জানতে চাই
উত্তর: প্রাক ইসলামি যুগে আরব যখন ছিলো ঘোর তমসাবৃত, ত্রাহি ত্রাহি রবে কাঁদছিলো মানুষের বাচা-মরার নিরেট মর্মবাণী। তখনকার আর্ত-সামাজিক অবস্থা ছিলো শোচনীয়। তখনকার সমাজ অন্যায়কে করেছিলো ন্যায়ের মানদণ্ড, অনিয়মই ছিলো কেবল নিয়ম। সভ্যতার খোলসে স্ব-যত্নে লালন করে চলতো অসভ্যতা! সমাজের মনুষ্যকূলের বেশিরভাগেরই মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ছিলো এটি।
মহান রব পথহারা মানবকুলকে পথের দিশা প্রদানের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন।...