জিনের আছর ও শারীরিক মানসিক রোগ
আর আমি যখন অসুস্থ হই, তিনি (মহান রব) আমাকে সুস্থতা দান করেন। - সুরা শুয়ারা আয়াত-৮০মানুষ মহান রবের শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষ এবং জ্বীনকে মহান রব একমাত্র তাঁর ইবাদাতের জন্য সৃষ্টি করেছেন। আমরা শ্রেষ্ঠ সৃষ্টি বলে গর্ববোধ করি। কিন্তু এই শ্রেষ্ঠত্ব কোন কাজে আসবে না যদি মহান মনিবের ইবাদাত না করি। কেননা ইবাদাতের কারণেই মানুষ শ্রেষ্ঠ। ইবাদাতহীন মানুষ সকল সৃষ্টি থেকে...